বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের ইউনিয়ন পরিষদের ছোট বড় অনেক খাল রয়েছে। সেখানে থেকে জেলেরা অনেক মাছ সংগ্রহ করে থাকে। মাছ বাজারে বিক্রি করে অনেক টাকা সঞ্চয় করে। খাল গুলো হলে: সেনাপতির খাল, কাটাখাল, মছন্দখাল ইত্যাদি। জেলেরা খাল থেকে ছোট বড় যথা: পুটি, শিং, মাগুর, বোয়াল, রম্নই , মৃগেল, ইত্যাদি ধরণের মাছ বাজারে বিক্রি করে থাকে।
আমাদের ইউনিয়ন পরিষদে খড়াই খাল,কাটা খাল আরও অনেক খাল। আছে।