১৯৫০ সালে পাকিস্তান শাসনআমলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬০ সালে ২৮ টি গ্রাম নিয়ে ৫নং জকিগঞ্জ ইউ/পি গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে মাওলানা আহমদ আলী প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হন।প্রথম দিকে প্রশাসনিক কার্যক্রম পরিচালতি হতো কেছরী গ্রামের একটি ভাড়াটে বাসায়। প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ১৯৬২ সালে জকিগঞ্জ বাজারের পশ্চিম পাশ্র্বে জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এর সামনে আধা:পাকা তিনিটি কক্ষে প্রশাসকিন কার্যক্রম শুরু হয়। ১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত দিত্বীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল জব্বার চৌ:। ১৯৬৬ থেকে মুক্তিযুদ্ধ কালীন সময় পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তছদ্দর আলী। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সময়ে পর্যায়ক্রমে হাজী মুসলিম উদ্দিন, আব্দুল খালিক, , মোস্তফা আহমদ, আব্দুস সোবহান তাপাদার, খলিলুর রহমান, চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছেন ফয়েজ আহমদ। ১৯৯৯ সালে জকিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হলে জকিগঞ্জ ইউ/পির আয়তন ১৫ বর্গ কি.মি থেকে ১১.৮৫ বর্গ কি.মি উপনীত হয়। বর্তমানে ছোট বড় ২২টি গ্রাম নিয়ে অত্র ইউনিয়ন পরিষদটি গঠিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস